“মানুষের জন্য মানুষ” এই বাক্যটি মাথায় রেখে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা শুরু থেকেই দ্বায়বদ্ধতা থেকে কিছু কাজ করছি যেগুলো প্রতি বছরই হচ্ছে। সকলের ভালোবাসা, দোয়া আর দানে এফ এফ এল বিডি ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে, বাড়ছে কর্মের পরিধিও । মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। মানুষ বেচেঁ থাকলে সব কিছু তাই মানুষ নিয়েই আমাদের ভাবনা।
আশা করি আপনারা সবাই পাশে থাকলে এভাবে হাজারো ভালো কাজ আমরা করতে সক্ষম হবো।
আমরা আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী।
অনেকের মনে একটাই প্রশ্ন? ভাই ছবি আপ দেন কেন? মানুষকে হেল্প করেন ভালো তা পিক কেন? ইত্যাদি ইত্যাদি।
কথা হলো আমরা অন্যদের উৎসাহিত করার জন্য পিক আপলোড দিচ্ছি।
ফটোসেশান বা পিক তোলা কি শো অফ? না, ভাই এটা অন্যকে উৎসাহিত করা ও আমাদের কাজ প্রমাণের মাধ্যম।
কাজ কেন প্রমাণ করা লাগবে? কেননা কাজের জন্য দরকার টাকা যা আসে আমাদের উপদেষ্টা ,মেম্বার ও অন্যান্য ডোনারদের থেকে। পিকগুলো মানুষের মনে যুক্ত করে বিশ্বাস আর সেই সাথে বাড়িয়ে দেয় তাদের সাহায্য করার আগ্রহ। আমাদের দায়িত্ব তা সঠিক হাতে পৌছিয়ে তাদের ছবি দ্বারা নিশ্চিত করা।
তাদের ডোনেশন এর কারনে হাসি ফোটে কিছু সংখ্যক অসহায় মানুষের মুখে। আর সেই হাসির ছবি যে কতটা পরিতৃপ্তি দেয় সেটা যারা ডোনেশন দেয় তারাই বোঝে।
যদি বিশ্বাস প্রতিষ্ঠার বিষয়ে আরো কিছু কথা বলি তাহলে বলতে হয় সব মানুষের চিন্তাধারা বা বিশ্বাস এক নয়।মানুষকে বিশ্বাস করাতেও ফটোসেশান প্রয়োজন। এছাড়াও যারা ডোনেশন দিচ্ছে তাদের ডোনেশন টা আদৌ ব্যবহার হচ্ছে কিনা আর কোথায় ব্যবহার হচ্ছে তার প্রমান হচ্ছে ফটোসেশান।
আসুন সবার মুখে হাসি ফোটাই ….
কর্ম বা সাহায্য -সহযোগীতা ক্ষুদ্র হোক, কিন্তু তা যদি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয় তবে হৃদয়ে কেমন যেন একটা আত্মতৃপ্তির অনুভূতি সৃষ্টি হয়।আসুন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাল কাজে বদলে দেই নিজেকে।
ফ্রেন্ডস ফর লাইফ ও এফ এফ এল বিডি ফাউন্ডেশন বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কর্মকান্ড করে আসছে ২০১৫ সাল থেকে।
ধন্যবাদান্তে……
মামুনুর রশীদ নোমানী
নির্বাহী পরিচালক
এফ এফ এল বিডি ফাউন্ডেশন।
মোবাইল : 01711358963
ভিজিট করুনঃ
http://www.fflbdfoundation.com,
মেইল :fflbd18@gmail.com,
nomsnibsl@gmail.com
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK