বাংলাদেশ সরকার আমাদের নিরাপত্তার স্বার্থে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা সচেতন নাগরিক যারা আছি সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এমতাবস্থায় মানুষজনকে রোগমুক্ত রাখার জন্য করোনা ভাইরাস থেকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারী-বেসরকারি অনেক সেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিকেন্দ্রিক সবাই হেক্সিসল,সেনিটাইজার,মাস্ক বিতরণ করছেন।
যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার সেবায় এগিয়ে এসেছেন তারা নিঃসন্দেহে মনুষ্যত্বের পরিচয় দিচ্ছেন।
এমন পরিস্থিতিতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নিম্ন আয়ের মানুষের দিকে।
নিম্নভিত্ত মানুষগুলোও ক্ষুধার জ্বালা থেকে
বাঁচার জন্য হাত পেতে হলেও নিজেদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন।
কিন্তু এই সমাজে দিনমজুর যারা আছেন তারা না পারছেন কারো কাছে এই মুহুর্তে সহযোগিতা চাইতে না পারছেন ক্ষুধার জ্বালা সহ্য করতে।
আমাদের সমাজে বসবাসরত দিনমজুর মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
আমাদের সুন্দর পরিকল্পনা আছে এবং মানবিক সহযোগিতা করার সর্বোচ্চ ইচ্ছা আছে কিন্তু একার পক্ষে অনেক মানুষকে সহযোগিতা করার সামর্থ্য নেই।
আমরা পরিকল্পনা করেছি পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত অন্তত ১০০ পরিবারের খাদ্যের চাহিদা মিটানোর।
আমরা আশাবাদী আপনারা আমাদের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
🍚দিতে পারেন খাদ্য, অর্থ অথবা সুরক্ষা সামগ্রী।
একটি পরিবারের জন্য দিতে পারেন
– ১০-২০ কেজি চাউল
– ১/২কেজি ডাল
-২ টা সাবান
-আলু ৫-১০ কেজি
-১/৪ কেজি সয়াবিন তেল
-১ কেজি অাটা,ময়দা।
-১ প্যাকেট লবন
-মসলা
-খাবার স্যালাইন সহ প্রয়োজনীয় অন্যান্য খাদ্য ও সুরক্ষা সামগ্রী(হেক্সিসল,সেনিটাইজার,মাস্ক)।
🇧🇩আপনাদের একজনের সাহায্য মিটাতে পারে একজন দিন মজুর পরিবারের ক্ষুধা। দিতে পারে করোনা ভাইরাস থেকে সুরক্ষা।
👉 ৫০,১০০ টাকা থেকে শুরু করে যেকোনো ছোটবড় অংকের সহযোগিতা পাঠাতে পারে।
ধন্যবাদান্তে …..
নাজমুল সানী
দান /অনুদান/সাহায্য পাঠাতে
01839970603( বিকাশ পার্সোনাল)
Account Name – ffl bd foundation
united commercial bank,barisal branch
account no# 0322201000000871
Account Name – ffl youth foundation
southeast bank,barisal branch
account no# 004913100000077
হটলাইন 01877732200
মেইল :fflbd18@gmail.com
লাইক পেজ :
https://www.facebook.com/FriendsForLife.BD
ওয়েব :
www.friendsforlifebd.org
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK