ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সদস্যদের মাঝে ক্ষুদ্র ঋন বৃহস্পতিবার সন্ধ্যার পরে অফিসে ঋন গৃহীতাদের মধ্যে বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার কামরুল আহসান,ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির ব্যবস্থাপক মিম। সদস্যদের মাঝে ক্ষুদ্রঋন বিতরন কালে সমিতির সাধারন সম্পাদক মামুনুর রশীদ নোমানী বলেন,ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড সদস্যদের সংগঠিত ও একতাবদ্ধ রাখতে চেস্টা করে যাচ্ছে।
সকলের উদারতা ,সহযোগিতা, কর্মতৎপরতা, স্বার্থহীনতাও নিয়ম শৃংখলার কারনে এগিয়ে যাবে ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড।
তিনি আরো বলেন,কাজ ক্ষুদ্র হোক কিন্তু তা যদি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয় তবে হৃদয়ে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয়। আসুন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাল কাজে বদলে দেই নিজেকে।
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK