+8801711358963        nomanibsl@gmail.com

বরিশালে এফএফএল বিডি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরন
স্টাফ রিপোর্টার : ‘সবাই মিলে ঈদ করি’ কার্যক্রমের অংশ হিসেবে   এফ এফ এল বিডি ফাউন্ডেশন অসহায় দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
 বুধবার বিকেল চারটায়  প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত  প্রতিবন্ধী ,বয়স্ক  নারীদের মাঝে এ  ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
 এক ব্যাগ করে  এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে।
আর কয়েক দিন পরই পবিত্র ঈদ। বেতন বোনাস পেয়ে প্রায় সবাই ঈদ কেনা কাটায় ব্যস্ত। রাস্তা, যানবাহনসহ  সব জায়গাতে মানুষের প্রচণ্ড ভিড়। সবার হাতে একগাদা ঈদের শপিং ব্যাগ। এত আনন্দ চারদিকে তবুও যেন মানুষের এই আনন্দগুলো দ্যুতি ছড়ায় না। কারণ, চারদিকে একটু ভালো করে তাকালেই দরিদ্র মানুষের চিহ্ন দেখা যায়। কেউ ভিক্ষা করছে, কেউ  শ্রমিক হয়ে হোটেলে কাজ করছে, কেউ ফুটপাতে একটু বসার জায়গা খুঁজছে কোনো কিছু বিক্রি করে দুটা পয়সা রোজগার করে একমুঠো ভাত খাবে। ছোট ছোট শিশুদের  ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায়।  পড়াশোনা বা ঈদ তাদের চিন্তায় নেই। তাদের হৃদয় জুড়ে একমুঠো ভাতের চিন্তা। এগুলো আমাদের চারদিকের প্রতিদিনের দৃশ্য। ধনী-গরিবের এই বৈষম্য কীভাবে কমানো সম্ভব? তা জানা নেই। কিন্তু চেষ্টা তো করা যায়?
 এই চেষ্টার চিন্তা থেকেই প্রতিষ্ঠা হয়  এফ এফ এল বিডি ফাউন্ডেশন। শুরু থেকেই দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের নিয়ে এবং সামাজিক ও মানবিক  নানা রকম কাজ করে থাকে এফ এফ এল বিডি ফাউন্ডেশন।  গত বছরের মত এবারের ঈদের কার্যক্রম ছিল ‘সবাই মিলে ঈদ করি’। এবারের মূল উদ্দেশ্যই ছিল সদস্যরা নিজেরা এবং বন্ধুদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী বিতরন ও ইয়াতিমদের খানাপিনার আয়োজন করবেন। যারা খুব অর্থকস্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন।
 অর্ধশতদের মাঝে  বুধবার বেলা চার টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এ  ঈদ সামগ্রী বিতরণ  করা হয়।
ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন খান। এফ এফ এল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্ত্বে আয়োজিত অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইঞ্জিনিয়ার জিহাদ রানাএফ এফ এল বিডি ফাউন্ডেশনের সম্বন্নয়কারী নাজমুল হক,সদস্য মাসুদ পারভেজ রিয়াল, রোজা শরীফ, মমতাজ বেগম প্রমুখ।
মাহে রমজানে অর্ধশতাধিক লোকজনের মাঝে ইফতার সামগ্রী ,ইয়াতিমখানায় খাবার বিতরন করা হয়েছে। ঈদের পুর্বে শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হবে বলে জানালেন এফ এফ এল বিডি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী।
উল্লেখ্য,২০১৬ সালে একদল উদ্যমী মানুষের হাত ধরে পথচলা শুরু হয় ভিন্নধর্মী এক সংগঠন, যাদের ভাবনা-চিন্তা শুধুই সমাজের উন্নয়ন নিয়ে। শুরু থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করে আসছে এফ এফ এল  বিডি ফাউন্ডেশন। বাংলাদেশ সরকারের রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস থেকে সোসাইটি এ্যাক্টে এবং যুব উন্নয়ন অধিদফতর ও সমবায় অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন লাভ করেছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে এফ এফ এল বিডি ফাউন্ডেশন  রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে জামা-কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ, দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ, দৃষ্টিপ্রতিবন্ধিদের সহযোগীতা প্রদানসহ অসংখ্য সামাজিক ও মানবিক কর্মকান্ড করে আসছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন। সমাজের উন্নয়নে সব সময় ‘এফ এফ এল বিডি ফাউন্ডেশন’ কাজ করে যাবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ নোমানী। তিনি বলেন, সবাই যদি সম্মলিত হয়ে একটি কাজ করে সেটা সফল হয়। আমরা বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজ করে থাকি। মানুষ হিসেবে অন্যের বিপদে পাশে থাকা উচিত। আমরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য পথে প্রান্তরে ঘুরে ঘুরে কাজ করি। মানুষের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই, আমাদের কাজগুলো দেখে সমাজের অন্যান্য মানুষও উৎসাহিত হোক। যারা যার জায়গা থেকে সবাই সবার সাহায্যের জন্য এগিয়ে আসুক।

Sharing is caring!

নোটিশ
  • এফ এফ এল বিডি ফাউন্ডেশনের জন্য সদস্য সংগ্রহ চলছেRead more... 20 / 05 /2021
  • মানুষের জন্য মানুষ মানুষ মানুষের জন্য ……..Read more... 05 / 05 /2021
  • আসুন, কিছুটা মানবিক হই মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝেRead more... 04 / 05 /2021
  • মানবতার কল্যানে এফ এফ এল বিডি ফাউন্ডেশনRead more... 21 / 11 /2020
  • আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দেইRead more... 30 / 03 /2020
  • পার্ট টাইম জব করতে চান?Read more... 18 / 03 /2020
  • এফ এফ এল বিডি ফাউন্ডেশনের জন্য সদস্য সংগ্রহ চলছেRead more... 18 / 03 /2020
  • এফএফএল বিডি ফাউন্ডেশন যশোর জেলা কমিটি গঠনRead more... 18 / 03 /2020

দেশ-বিদেশের নানা খবর দ্রুত জানতে
বরিশাল খবর ভিজিট করুন

আমাদের ফেসবুক পাতা
Translate »