স্টাফ রিপোর্টার : উদ্যোক্তাদের ব্যবসা বানিজ্য গতিশীল এবং উৎপাদনশীল পণ্যের চাহিদা মোতাবেক সরবরাহসহ ব্যবসার সমস্যা সম্ভাবনা নিয়ে এক সভা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। এফ এফ এল বিডি ফাউন্ডেশন ও বরিশাল মার্কেট এর আয়োজনে অনুষ্ঠিত
সভায় অর্থের অভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারছেন না সেসব উদ্যোক্তাদের সহজ শর্তে ঋন প্রদানে সহযোগীতা করা এবং পণ্য উৎপাদন ও বাজারজাতকরন প্রশিক্ষন বিষয়ে সভায় ব্যাপক আলোচনা করা হয় । যেসব উদ্যোক্তা ঋন নিতে আগ্রহী তাদের অতি শিঘ্রই ফরম পুরন করে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন,উদয়ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিরাজ খান,এফ এফ এল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী,উদ্যোক্তা নাজমুল হক,প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুভাষ দাস,উদ্যোক্তা সারেহ একরাম,মনিরুজ্জামান। বিস্তারিত জানতে www.fflbdfoundation.com,
email : fflbd18@gmail.com
mobail : 01711358963
Sharing is caring!
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK