স্টাফ রিপোর্টার কল্যাণ : অনেক সৎ উদ্দেশ্য, লক্ষ্য ও ইচ্ছা নিয়ে ২০১৬ সালে একদল উদ্যমী মানুষের হাত ধরে পথচলা শুরু হয় ভিন্নধর্মী এক সংগঠন, যাদের ভাবনা-চিন্তা শুধুই সমাজের উন্নয়ন নিয়ে। শুরু থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করে আসছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন।
বাংলাদেশ সরকারের রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস থেকে সোসাইটি এ্যাক্টে এবং যুব উন্নয়ন অধিদফতর ও সমবায় অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন লাভ করেছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে এফ এফ এল বিডি ফাউন্ডেশন রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে জামা-কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ, দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ, দৃষ্টিপ্রতিবন্ধিদের সহযোগীতা প্রদান। দিনমজুর ও সমাজের অবহেলিত মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, অসহায় রোগীদের পাশে দাঁড়ানো,করোনা দুরাযোগে অসহায়দের মাঝে খাদ্য পণ্য বিতরন,ইয়াতিমখানায় খাদ্য পন্য, পোষাক বিতরন,চিকিৎসায় সহযোগীতা প্রদান,সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের সম্মাননা প্রদান,বনভোজন,দর্শনীয় স্থান ভ্রমন,সাংস্কৃতিক অনুষ্ঠান,শীতার্তদের মাঝে কম্বল বিতরন,ইয়াতিমদের নিয়ে ইফতার আয়োজন,ফল উৎসব,অসহায়দের মাঝে ফ্যান,চাল নগদ অর্থ প্রদান,নৌ ভ্রমন,জেল খাল ও ফুল স্মরনী বিনির্মানে বরিশাল জেলা প্রশাসনের সাথে অংশ গ্রহন,স্কুল -কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান ,স্কুল ও কলেজে -শিক্ষার্থীদের নিয়ে নেতিবাচক আচরন পরিশুদ্ধকরন শীর্ষক কর্মশালা, আলোচনা ও মতবিনিময়, স্কুল ও কলেজে বৃক্ষরোপন,মাদক বিরোধী প্রচারাভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অসংখ্য সামাজিক ও মানবিক কর্মকান্ড করে আসছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন।
ব্যাপক কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন।
২০১৭ সালে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের মোবাশ্বের হাওলাদারের অসুস্থ স্ত্রী হেনারার চিকিৎসার জন্য আর্থিক সহোযোগিতা করে সংগঠনটি। একই বছরে প্রায় ৬ হাজার বন্যা কবলিত মানুষের মাঝে বস্র ও শুকনা খাবার বিতরণ করে তারা। এছাড়া প্রতি বছরই তারা শীতার্তদের মাঝে বস্র বিতরণ করে থাকে।এরকম হাজারো উদাহরন রয়েছে। প্রথম দিকে পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তবে অদম্য ইচ্ছাশক্তি তাদের হার মানাতে পারেনি।
এফ এফ এল বিডি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সবলেই ধীরে ধীরে তাদের কাজ চালিয়ে গেছে এবং তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী সফল হয়েছেন। ভবিষ্যতে সমাজের জন্য আরও ভালো ভালো কাজের পরিকল্পনা হাতে নিয়েছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন। যুবকদের প্রশিক্ষন ও ক্ষুদ্র আয়ের মানু্ষদের অর্থ প্রদানের মাধ্যমে বেকারত্ব দুরীকরন ও দারিদ্র বিমোচনে কাজ করতে এফ এফ এল বিডি ফাউন্ডেশন বদ্ধপরিকর।
সমাজের উন্নয়নে সব সময় ‘এফ এফ এল বিডি ফাউন্ডেশন’ কাজ করে যাবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ নোমানী। তিনি বলেন, সবাই যদি সম্মলিত হয়ে একটি কাজ করে সেটা সফল হয়। আমরা বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজ করে থাকি। মানুষ হিসেবে অন্যের বিপদে পাশে থাকা উচিত। আমরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য পথে প্রান্তরে ঘুরে ঘুরে কাজ করি। মানুষের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই, আমাদের কাজগুলো দেখে সমাজের অন্যান্য মানুষও উৎসাহিত হোক। যারা যার জায়গা থেকে সবাই সবার সাহায্যের জন্য এগিয়ে আসুক। তাহলে আর কোন সমস্যা থাকবে না।নোমানী বলেন,দুস্থ অসহায় মানুষের পাশে দাড়ানো এবং তাদের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য৷মানবিক কাজে খরচ করার একটা নেশা হয়ে গেছে। প্রথম প্রথম একটু খারাপ লাগতো। ভাবতাম, আমি তো টাকা খরচ করে ফেলছি, আমার বন্ধুরা তো অনেক টাকা জমাচ্ছে, জমি বা গাড়ি কিনবে, আমি জমাচ্ছি না৷ আমার ভবিষ্যৎ কি? এই চিন্তাটা মাথায় আসতো। কিন্তু যখন মানুষগুলো আমার মুখের দিকে তাকিয়ে নিষ্পাপ হাসি দেয়, সেই হাসি টাকা দিয়ে কেনা যায় না। সবার উদ্দেশে বলব, ৩৬৫ দিনের মধ্যে একটা দিন নিঃস্ব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ব্যয় করুন। নোমানী আরো বলেন,বন্ধুত্বের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এফ এফ এল বিডি ফাউন্ডেশন । সমাজের সুবিধাবঞ্চিত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য।
Sharing is caring!
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK