জীবনে নানা বাধা, ঘাত-প্রতিঘাত পেরুতে হয় সব মানুষকেই। কেউ অল্পতে হাল ছেড়ে দেন, থেমে যান। কেউ থামেন না। কোনো বাধাই তাদেরকে দমিয়ে রাখতে পারে না। মেধা, অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, হার না মানার দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস তাদেরকে নিয়ে যায় সফলতার পথে। সব বাধা পেরিয়ে যারা সফল হন। আর এই সফলতার গল্পগুলো মানুষকে স্বপ্ন দেখায়, হয়ে ওঠে অনেকের অনুপ্রেরণা। পৃথিবীর সব সফল মানুষরাই জীবনে একসময় দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছেন। এমনকি, আমাদের চারপাশেও ছড়িয়ে আছে এমন অদম্য দক্ষ সংগঠক, যাদের বেড়ে ওঠার গল্প অনেক সংগ্রামের। ফ্রেন্ডস ফর লাইফ একটি সামাজিক মানব কল্যান মুখী একটি সংগঠন তাদের লক্ষ উদ্দেশ্য অনেক বড়। সংগ্রাম করে যাচ্ছেন নোমানী মামুন এক ব্যক্তি তিনি সুদু একজন ব্যক্তি নয় একজন সংগঠক একটা প্রতিষ্ঠান ও বটে। ফ্রেন্ডস ফর লাইফ এ বর্তমানে একজন নাবীকের ন্যায় অবস্থানে আছেন। তার সাথে আছে একঝাক দক্ষ সৈনিক ফ্রেন্ডস ফর লাইফ এর মাডারেটর বৃন্ধরা। সকলের সহযোগিতা পেলে সংগঠনটি মানব কল্যান কাজে ইতিহাস রচনা করতে সক্ষম হবে।
ধন্যবাদান্তে
নাজমুল সানী
Sharing is caring!
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK