+8801711358963        nomanibsl@gmail.com

সব বাধা পেরিয়ে যাবো মোরা এগিয়ে ffl bd foundation 

 

জীবনে নানা বাধা, ঘাত-প্রতিঘাত পেরুতে হয় সব মানুষকেই। কেউ অল্পতে হাল ছেড়ে দেন, থেমে যান। কেউ থামেন না। কোনো বাধাই তাদেরকে দমিয়ে রাখতে পারে না। মেধা, অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, হার না মানার দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস তাদেরকে নিয়ে যায় সফলতার পথে। সব বাধা পেরিয়ে যারা সফল হন। আর এই সফলতার গল্পগুলো মানুষকে স্বপ্ন দেখায়, হয়ে ওঠে অনেকের অনুপ্রেরণা। পৃথিবীর সব সফল মানুষরাই জীবনে একসময় দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছেন। এমনকি, আমাদের চারপাশেও ছড়িয়ে আছে এমন অদম্য দক্ষ সংগঠক, যাদের বেড়ে ওঠার গল্প অনেক সংগ্রামের। ফ্রেন্ডস ফর লাইফ একটি সামাজিক মানব কল্যান মুখী একটি সংগঠন তাদের লক্ষ উদ্দেশ্য অনেক বড়। সংগ্রাম করে যাচ্ছেন নোমানী মামুন এক ব্যক্তি তিনি সুদু একজন ব্যক্তি নয় একজন সংগঠক একটা প্রতিষ্ঠান ও বটে। ফ্রেন্ডস ফর লাইফ এ বর্তমানে একজন নাবীকের ন্যায় অবস্থানে আছেন। তার সাথে আছে একঝাক দক্ষ সৈনিক ফ্রেন্ডস ফর লাইফ এর মাডারেটর বৃন্ধরা। সকলের সহযোগিতা পেলে সংগঠনটি মানব কল্যান কাজে ইতিহাস রচনা করতে সক্ষম হবে।

ধন্যবাদান্তে
নাজমুল সানী

Sharing is caring!

নোটিশ
  • এফ এফ এল বিডি ফাউন্ডেশনের জন্য সদস্য সংগ্রহ চলছেRead more... 20 / 05 /2021
  • মানুষের জন্য মানুষ মানুষ মানুষের জন্য ……..Read more... 05 / 05 /2021
  • আসুন, কিছুটা মানবিক হই মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝেRead more... 04 / 05 /2021
  • মানবতার কল্যানে এফ এফ এল বিডি ফাউন্ডেশনRead more... 21 / 11 /2020
  • আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দেইRead more... 30 / 03 /2020
  • পার্ট টাইম জব করতে চান?Read more... 18 / 03 /2020
  • এফ এফ এল বিডি ফাউন্ডেশনের জন্য সদস্য সংগ্রহ চলছেRead more... 18 / 03 /2020
  • এফএফএল বিডি ফাউন্ডেশন যশোর জেলা কমিটি গঠনRead more... 18 / 03 /2020

দেশ-বিদেশের নানা খবর দ্রুত জানতে
বরিশাল খবর ভিজিট করুন

আমাদের ফেসবুক পাতা
Translate »