+8801711358963        nomanibsl@gmail.com

ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর রেজিষ্ট্রেশন লাভ

স্টাফ রিপোর্টার :
ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ বহুল প্রত্যাশিত হাজারো স্বপ্নে ঘেরা
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় দপ্তর থেকে রেজিষ্ট্রেশন লাভ করায় আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত প্রচেষ্টায় আজ ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ সরকারি রেজিষ্ট্রেশন লাভ করেছে।

ধন্যবাদ জানাচ্ছি বরিশাল জেলা সমবায় অফিসার ও বরিশাল উপজেলাে সমবায় অফিসার কে। ধন্যবাদ রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় জড়িত বরিশাল জেলা ও সদর উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা ও কর্মচারীভাইদেরকে। এছাড়া ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর পরিচালনা পর্ষদের সকলকে।

ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ
একটি আর্থসামাজিক, অর্থনৈতিক অরাজনৈতিক,লাভজনক সামাজিক নিরাপত্তা মুলক প্রতিষ্ঠান।

ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ
জাতি,ধর্ম,বর্ণ ও দলমত নির্বিশেষে অর্থনৈতিক,অার্থ- সামাজিক ,মানবিক ও জনহিতকর কর্মকান্ড পরিচালনা করবে ইনশাআল্লাহ।

ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ
এর মাধ্যমে বরিশালের প্রকৃতি,পরিবেশ,ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি তুলে ধরবে। এছাড়া সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করবে। পাশাপাশি শিক্ষা,জ্ঞান -বিজ্ঞান প্রসার ও পরিচ্ছন্ন বিনোদনের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য কাজ করে যাবে।

আমাদের অঙ্গিকার
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। এছাড়া নিরাপদ খাদ্য,চিকিৎসাসেবা,আবাসন সুবিদা,গৃহ নির্মানসহ সদস্যদের সমস্যা সমাদান ও স্বাভলম্ভীর জন্য কাজ করবে
ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ।

ধন্যবাদান্তে
পরিচালনা পর্ষদ
ফ্রেন্ডস ফর লাইফ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ

Sharing is caring!

নোটিশ
  • এফ এফ এল বিডি ফাউন্ডেশনের জন্য সদস্য সংগ্রহ চলছেRead more... 20 / 05 /2021
  • মানুষের জন্য মানুষ মানুষ মানুষের জন্য ……..Read more... 05 / 05 /2021
  • আসুন, কিছুটা মানবিক হই মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝেRead more... 04 / 05 /2021
  • মানবতার কল্যানে এফ এফ এল বিডি ফাউন্ডেশনRead more... 21 / 11 /2020
  • আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দেইRead more... 30 / 03 /2020
  • পার্ট টাইম জব করতে চান?Read more... 18 / 03 /2020
  • এফ এফ এল বিডি ফাউন্ডেশনের জন্য সদস্য সংগ্রহ চলছেRead more... 18 / 03 /2020
  • এফএফএল বিডি ফাউন্ডেশন যশোর জেলা কমিটি গঠনRead more... 18 / 03 /2020

দেশ-বিদেশের নানা খবর দ্রুত জানতে
বরিশাল খবর ভিজিট করুন

আমাদের ফেসবুক পাতা
Translate »