ফ্রেন্ডস ফর লাইফ গ্রুপ ২০১৬ সালের ২ জুলাই একটি ফেসবুক গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছিল মানবতা ও সামাজিক কর্মকান্ড নিয়ে। অতিক্রম করেছে সফল ভাবেই। হাজারো সামাজিক ও মানবিক কর্মকান্ড করেছে ফ্রেন্ডস ফর লাইফ সকলের সহযোগীতায়।
১৮ অক্টোবর’১৮ তারিখ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক এ্যান্ড ফার্মস থেকে রেজিষ্ট্রেশন লাভ করেছে FFL BD FOUNDATION নামে।
আমাদের অদম্য ইচ্ছে শক্তি এগায়ে নিচ্ছে ফ্রেন্ডস ফর লাইফকে।
সরকারি রেজিষ্ট্রেশনের ফলে আমাদের উৎসাহ ,উদ্দিপনা যেমন বাড়বে সেই সাথে সৃষ্টি হবে কর্মসংস্থানের। উদ্ভাবনী কর্মকান্ডসহ শত ক্ষেত্রে কর্মকান্ড করবে এফ এফ এল বিডি ফাউন্ডেশন।
আশা করি বিগত দিনের ন্যায় সকলের সহযোগীতায় FFL BD Foundation এর কর্মকান্ড দেশের সর্বত্র ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা আমাদের। সকলের একান্ত সহযোগীতা কামনা করছি। সেই সাথে সকলের নিকট দোয়া কামনা করছি।
এফ এফ এল বিডি ফাউন্ডেশন।
Sharing is caring!
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK