এফ এফ এল ইয়ূথ ফাউন্ডেশন
ঠিকানা:
গ্রাম : শেখ মঞ্জিল,আদালত পাড়া,৯ নং ওয়ার্ড,বরিশাল সদর, বরিশাল।
ডাকঘর : বরিশাল – ৮২০০।
উপজেলা : বরিশাল সদর।
জেলা : বরিশাল।
মোবাইল : ০১৭১১৩৫৮৯৬৩,
ই-মেইল : nomanibsl@gmail.com
এফ এফ এল ইয়ূথ ফাউন্ডেশন- যুবকদের নিয়ে একটি সংঘবদ্ধ যুব সংগঠন ।
এফ এফ এল ইয়ূথ ফাউন্ডেশন” এর সভ্যগণের যুব উন্নয়ন অধিদপ্তরের নীতি ও আদর্শ বিষয় ও প্রশিক্ষণ দিয়ে পারস্পারিক সহযোগীতার মধ্যমে সংগঠন ভিত্তিক পরিকল্পিত জীবন যাপনে উদ্বুদ্ধ করা।
ব্যক্তিগত ভাবে সভ্যগনকে এবং সমষ্টিগত ভাবে সংগঠনকে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বি করিয়া তোলার জন্য সভ্যগণের নিয়মিত চাঁদা ও সীমিত ক্ষুদ্র ক্ষুদ্র সম্পদ সংগঠনের মাধ্যমে সংগঠিত করিয়া এবং সরকারি বেসরকারি অনুদান নিয়ে মূলধন গঠন ও মূলধনের সঠিক ব্যবহার করিয়া তাহাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
যুবকদের,সভ্যগণের এবং সংগঠনের স্বার্থে পরিবহন, কুটির শিল্প স্থাপন,হস্ত শিল্প, হাঁস, মুরগী ও গবাদী পশু পালন প্রভৃতি বিষয়ে অংশগ্রহন ও বাস্তবায়ন এবং অন্যান্য যে কোন প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন এবং অন্যান্য যে কোন প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন।
যুবক/বেকার যুবক,যুবতীদরে স্বাভলম্ভী করার জন্য তহবিল সৃষ্টি করে এবং সৃষ্ট তহবিল পুনরায় সদস্যগনের মধ্যে বিনিয়োগ করা।
বেকার,যুবক-যুবতীদের ও সভ্যগনের মধ্যে স্বাবলম্বী ও পারস্পারিক সাহায্য সহযোগিতায় উৎসাহ দেওয়া ও সুষ্ঠু পরিবেশ গড়িয়া তোলা।
“এফ এফ এল ইয়ূথ ফাউন্ডেশন” স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা হিসাবে অবহেলিত, বঞ্চিত, অসহায়, অসচেতন, দরিদ্র জনগোষ্ঠির সামাজিক সচেতনতা সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাদের সামাজিক মর্যাদাসহ রাষ্ট্রের মৌলিক অধিকার সমূহ প্রতিষ্ঠা করা (যেমনঃ দরিদ্র জনগোষ্ঠিকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, আয়বর্ধক কর্মসূচী, মৎস্য, কৃষি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, প্রতিবন্ধীদের উন্নয়ন, মানবাধিকার সংরক্ষণ ইত্যাদি।
এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন
কাজ করে যাচ্ছে যুবদের উন্নয়নে
………………..
বহুল প্রত্যাশিত হাজারো স্বপ্নে ঘেরা
FFL Youth Foundation গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন লাভ করায় আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত প্রচেষ্টায় FFL Youth Foundation সরকারি রেজিষ্ট্রেশন লাভ করেছে।
ধন্যবাদ জানাচ্ছি FFL Youth Foundation এর পরিচালনা পর্ষদ ও সকল সদস্যদেরকে ।
FFL Youth Foundation একটি যুব সংগঠন , যুবদের কল্যানমুখী -লাভজনক , যোগ্য ও দক্ষ করার প্রতিষ্ঠান।
FFL Youth Foundation
জাতি,ধর্ম,বর্ণ ও দলমত নির্বিশেষে যুবদের স্বাভলম্ভী করার জন্য প্রশিক্ষনসহ প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে বেকারত্ব দুরীকরনে ও উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাবে
FFL Youth Foundation ইনশাআল্লাহ।
FFL Youth Foundation
এর মাধ্যমে যুবদের বাংলাদেশের প্রকৃতি,পরিবেশ,ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি চর্চা । পাশাপাশি শিক্ষা,জ্ঞান -বিজ্ঞান প্রসার ও পরিচ্ছন্ন বিনোদনের জন্য একটি সুন্দর যুবসমাজ তৈরির কাজ করে যাবে।
আমাদের অঙ্গিকার
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। এছাড়া এস ডিজি বাস্তবায়নের জন্য কাজ করবে FFL Youth Foundation ।
ধন্যবাদান্তে
পরিচালনা পর্ষদ
FFL Youth Foundation
ঠিকানা:
গ্রাম : শেখ মঞ্জিল,আদালত পাড়া,৯ নং ওয়ার্ড,বরিশাল সদর, বরিশাল।
ডাকঘর : বরিশাল – ৮২০০।
উপজেলা : বরিশাল সদর।
জেলা : বরিশাল।
মোবাইল : ০১৭১১৩৫৮৯৬৩,
ই-মেইল : nomanibsl@gmail.com
Sharing is caring!
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK