আমাদের পরিবার ফ্রেন্ডস ফর লাইফ
I love you Friends For Life
২০১৬ সালের ২ জুলাই বরিশালের বঙ্গুবন্ধু উদ্যান থেকে পথচলা শুরু হয়েছিল ফ্রেন্ডস ফর লাইফের। আজ গ্রুপ দেশ থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। প্রতি নিয়ত দেশ -বিদেশের বন্ধুরা এড হচ্ছে। সদস্যদের নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সক্রিয় অংশ গ্রহনের কারনে আমরা সামাজিক -মানবিক কর্মকান্ড করতে পেরেছি। গ্রুপে ইতিমধ্য ffl ব্লাড ডোনার ইউনিট,ffl ডিসকাউন্ট কার্ড, ffl হেল্প ইউনিট, ffl jobs ইউনিট,ট্যুরিজম ইউনিট,ffl ক্লিন ইউনিট ও বৃক্ষ রোপন অভিযান কার্যক্রম চলমান। আমরা আরো কয়েকটি কার্যক্রম বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছি তার মধ্য অন্যতম দৃস্টি প্রতিবন্ধীদের স্বাভলম্বি করার জন্য একটি প্যাকেজিং কারখানা স্থাপন,ব্লাড গ্রুপিং,চক্ষু শিবির, ফ্রি হেলথ ক্যাম্প ,ffl পল্লী ,ffl তরী।
সকলের সহযোগীতা ও ভালোবাসা পেলে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।
ফ্রেন্ডস ফর লাইফের একটি বছর……
২০১৬ সালের ২ জুলাই যাত্রা শুরু করেছিল ফ্রেন্ডস ফর লাইফ। সামাজিক -মানবিক আর সব ভালো কাজের সাথে থেকে একটি বছর অতিক্রম করেছে পরিবারটি। এক বছরে পরিবারটি এগিয়েছে বহুদুরে সকলের সর্বাত্মক সহযোগীতায় ও সক্রিয়তায়। ফ্রেন্ডস ফর লাইফ আজ সর্বত্র তার উপস্থিতি। পরিবারটি গত একটি বছরে
১.সদস্য ও মডারেটরদের জন্মদিন পালন।
২. ব্লাড ডোনেট
৩. ডিসকাউন্ট কার্ড প্রদান।
৪. জব প্রদানে সহায়তা।
৫. সদস্য ও মডারেটরদের সম্মাননা প্রদান।
৬. সুজাবাদকেল্লা,আটঘর -কুড়িয়ানাসহ বিভিন্ন জায়গায় ভ্রমন।
৭ .বার্ষিক বনভোজন
৮. সাংস্কৃতিক অনুষ্ঠান
৯. নিয়মিত আড্ডা
১০. অসহায়দের হেল্প করা
১১. পহেলা বৈশাখ উদযাপন
১২. দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিদা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরন।
১৩. সদস্য ও মডারেটরদের বিপদের সময় পাশে থাকা।
১৪. বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়
১৫. ঢাকাসহ বিভিন্ন এলাকায় সদস্য ও মডারেটরদের সাথে আড্ডা -সৌজন্য সাক্ষাৎ
১৬. ইয়াতিমদের সাাথে ইফতার
১৭. সদস্যদের নিয়ে ইফতার
১৮. মডারেটরদের সাথে ইফতার
১৯. দৃষ্টিপ্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরন
২০. কলা পাতায় পায়েশ
২১. কাঠাল উৎসব
২২. মৃত্যু বার্ষিকী পালন
২৩. কৃতি সদস্য ও মডারেটরদের মাথে গিফট বিতরন।
২৪. ইয়াতিম খানায় ফ্যান -চাল -নগদ অর্থ সহায়তা প্রদান।
২৫. অসহায় রোগীদের পাশে দাড়ানো
২৬. সদস্যদের সাথে গেট টুগেদার
২৭. মডারেটর মিটিং
২৮.সদস্যদের মাঝে চাবির রিং,টি শার্ট -ক্যালেন্ডার বিতরন
২৯.সদস্যদের চিকিৎসায় হেল্প করা
৩০.নৌ ভ্রমন
৩১. পরিবর্তন চাইর সাথে যৌথ ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস পালন
৩২. ফুল সরনি বিনির্মান অভিযানে অংশ গ্রহন।
৩৩.জেল খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন।
৩৪.বাসন খিচুড়ি উৎসব।
৩৫,কমেডি অনুষ্ঠানে অংশ গ্রহন।
৩৬,ঈদ পুনর্মিলনী।
৩৭, এফ এফ এল প্লাস প্রতিষ্ঠা।
৩৮, মডেল স্কুল এ্যান্ড কলেজে পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন।
৩৯. বিখ্যাত মানুষদের এবং গ্রুপের কৃতি এডমিন, মডারেটর ও সদস্যদের সম্মাননা প্রদান।
৪০, উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন।
৪১.মায়ানমারের নিপিড়িত -নির্যাতিত মানুষদের জন্য ইয়াতিম খানায় দোয়া ও মুনাজাত
সহ অসংখ্য সামাজিক -মানবিক -সাংস্কৃতিক কর্মকান্ড গত একবছরে ফ্রেন্ডস ফর লাইফ দক্ষতার সাথে সম্পন্ন করেছে। আজকের এই দিনে কৃতজ্ঞতার সাথে স্মরন করছি তাদের যারা ফ্রেন্ডস ফর লাইফের অগ্রযাত্রায় ও উন্নয়নে সার্বক্ষণিক সাথে ছিলেন ও পাশে ছিলেন। বিশেষভাবে কৃতজ্ঞ গ্রুপের সকল এডমিন ও মডারেটরদের নিকট। চির ঋনি গ্রুপের দক্ষ এডমিন মিজান শিকদার ভাইর নিকট।
কৃতজ্ঞতাসহ ভালোবাসা রইল সকল মেম্বরদের প্রতি। যাদের সক্রিয়তা ফ্রেন্ডস ফর লাইফ এগিয়ে যাচ্ছে তাদের কাছে ঋনি হয়ে থাকবো ইনশাআল্লাহ। বিপদে আপদে ফ্রেন্ডস ফর লাইফ হোক আমাদের উসিলা। বিপদে আপদে ফ্রেন্ডস ফর লাইফ। বন্ধুদের কল্যানে ফ্রেন্ডস ফর লাইফ।
সর্বত্র ছড়িয়ে দিন ফ্রেন্ডস ফর লাইফের আলো। ফ্রেন্ডস ফর লাইফ হোক সকলের পাঠাগার। ধন্যবাদ সকলকে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে সকলের দীর্ঘ মঙ্গলময় হায়াত মহান সৃষ্টি কর্তার কাছে ফরিয়াদ করছি।
জয়তু ফ্রেন্ডস ফর লাইফ
নোমানী মামুন
এডমিন
ফ্রেন্ডস ফর লাইফ
নির্বাহী পরিচালক
এফ এফ এল বিডি ফাউন্ডেশন
Sharing is caring!
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK