মামুনুর রশীদ নোমানী
নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা : এফ এফ এল বিডি ফাউন্ডেশন।
নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা :এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন।
নির্বাহী পরিচালক :ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতি লি :
সম্পাদক ও প্রকাশক : বরিশাল খবর।
প্রকাশক :এফ এফ এল নিউজ।
প্রধান বার্তা সম্পাদক :দৈনিক শাহনামা।
প্রতিষ্ঠাতা :ফ্রেন্ডস ফর লাইফ।
সভাপতি : বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল অনলাইন প্রেসক্লাব।
মহাসচিব :সচেতন নাগরিক আন্দোলন।
সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন কলামিষ্ট, লেখক, সমাজ সেবক এবং জনপ্রিয় মুখ। এফ এফ এল বিডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। নানা পরিচয়ে ভূষীত এ মানুষটি বরিশাল সাংবাদকিতা তথা মিডিয়া অঙ্গনে জীবন্ত কিংবদন্তি ।
সাংবাদিক জীবন শুরু জুনিয়র রিপোর্টার হিসেবে। দীর্ঘ ২১ বছর যাবৎ পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বর্তমানে স্থানীয় এবং জাতীয় পত্রিকার সাথে সম্পৃক্ত আছেন। জাতীয় ও স্থানীয় এবয অনলাইন পত্রিকায় কাজ করে যাচ্ছেন। জনপ্রিয় দুটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে, বরিশাল খরব ২৪ ডটকম এবং এফএফএল নিউজ ২৪ ডটকম নামে। এদুটি অনলাইনের প্রতিষ্ঠাতা তিনি : এছাড়া অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের গুরু দ্বায়িত্বে রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
ভার্চুয়াল জগতের বড় নেটওয়ার্ক “ফ্রেন্ডস ফর লাইফ”এর প্রতিষ্ঠাতা ও এডমিন। গ্রুপটি দেশ ও বিদেশে সামাজিক ও মানবিক কর্মকান্ডে সুনাম অর্জন করেছেন।
ভার্চুয়াল কে তিনি বাস্তবে একটি সংগঠনে রুপ দিয়েছেন। আজ ফ্রেন্ডস ফর লাইফের সদস্য সংখ্যা ৮ লাখ চল্লিশ হাজার।
এছাড়া তিনি এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার, পিছিয়ে পড়া মানুষ, যুবকদের দক্ষ ও স্বাভলম্ভী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন রাত দিন। তিনি সচেতন নাগরিক আন্দোলন,ন্যাশনাল সাংবাদিক ক্লাব,এস এস এস পি, বনপাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ দ্বায়িত্বে রয়েছেন।
সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত জাতীয় সংবাদিক সংগঠন ” সম্মিলিত সংবাদিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি এবং বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদকের দায়িত্বে আছেন।
বরিশালে অনলাইন সাংবাদিকতার বিকাশ ঘটে তার হাত ধরেই। অনলাইন সাংবাদিকদের মান উন্নয়ন এবং পেশাদারিত্বের দিক বিবেচনায় তিনি প্রতিষ্ঠিত করেন “বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল অনলাইন প্রেসক্লাব” দুটি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।
এছাড়া অনলাইন ও মফস্বল সাংবাদিকতায় একাধিকবার শেরেবাংলা পদক লাভ করেছেন।
তার বড় সাফল্য তিনি অনেক সাংবাদিক তৈরি করেছেন।যেসব সাংবাদিক স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন।
সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ড করে আসছেন ফ্রেন্ডস ফর লাইফ বিডি ফাউন্ডেশনের মাধ্যমে।
nomanibsl@gmail.com
Sharing is caring!
যোগাযোগ ঠিকানাঃ রেজিঃ কার্যালয়ঃ শেখ মঞ্জিল, আদালত পাড়া, ওয়ার্ড নং-৯, বরিশাল সদর, বরিশাল।
01711358963
01980222333
nomanibsl@gmail.com
fflbd18@gmail.com
©
Website Design and Developed by ENGINEERS BD NETWORK